বিয়ে করতে গিয়ে কারাগারে বর

শরীয়তপুরের গোসাইরহাটে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে যাওয়ায় দুলাল হোসেন নামে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের কাঁচনা গ্রামে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচনা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মাদারীপুরের কালকিনি উপজেলার চর দাতবালি গ্রামের আব্দুস সাত্তার আকনের ছেলে দুলাল হোসেনের বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত কনের বাড়িতে উপস্থিত হন। এ সময় কনে পক্ষের লোকজন পালিয়ে যান। কিন্তু বর দুলাল হোসেনকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালত দুলাল হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ও ছেলের পরিবারকে ৫০ হাজার এবং মেয়ের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

গোসাইরহাট থানার ওসি মাহাবুব আলম সুমন বলেন, দণ্ডপ্রাপ্ত দুলাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, ‘বাল্যবিয়ে দেবে না মর্মে কনের পক্ষ থেকে মুচলেকা রেখে বর দুলাল হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ছেলের পরিবারকে ৫০ হাজার ও মেয়ের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’