গাজীপুরে ডা. মুরাদের বিরুদ্ধে মামলা, তদন্ত করবে গোয়েন্দা

জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে গাজীপুরের আদালতে মামলা করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ প্রিন্স বাদী হয়ে মামলাটি করেন।

গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম মামলাটি তদন্তের জন্য মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখাতে পাঠিয়েছেন। মামলার অপর আসামি হলেন- ডিজিটাল মিডিয়া উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল।

মামলার বাদী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, ডিজিটাল মিডিয়া উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ গত ১ ডিসেম্বর ডা. মুরাদের সাক্ষাৎকার নেন। সেখানে ডা. মুরাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী ও সম্মানহানিকর ভাষা ব্যবহার করেছেন। যা পরে ডা. মুরাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করা হয়।

বাদী পক্ষের আইনজীবী গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান জানান, গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখাকে তদন্তের আদেশ দিয়েছেন। তদন্ত শেষে আদালতের মাধ্যমে পরে ব্যবস্থা গ্রহণ হবে।