বহুতল ভবনে রঙ করতে গিয়ে প্রাণ গেলো মিস্ত্রির

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবন রঙ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মিয়া (৪২) নামে এক মিস্ত্রি মারা গেছেন। শনিবার (১ জানুয়ারি) পৌরসভার মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালের পাশে এক বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।

দুলাল মিয়া উপজেলার তেলিহাটির টেপিরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, বেলা পৌনে ১১টার দিকে ওই ভবনের তিন তলার বাইরের অংশে রঙ করছিলেন দুলাল মিয়া। ভবনের দেড় থেকে দুই ফুট দূরত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন রয়েছে। কাজ করার সময় অসাবধানতাবশত তার মাথা বৈদ্যুতিক লাইন স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং লাশ ঝুলতে থাকে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা পর রশি দিয়ে বেঁধে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।