টাঙ্গাইল-৭ উপনির্বাচন

ওয়ার্কার্স পার্টির প্রার্থীর ভোট বর্জন

কেন্দ্র করে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোলাম নওজব চৌধুরী ভোট বর্জন করেছেন। রবিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ এনে মির্জাপুর প্রেস ক্লাবের সামনে ভোট বর্জনের কথা জানান হাতুড়ি প্রতীকের এ প্রার্থী।

গোলাম নওজব চৌধুরী বলেন, ‘১২১টি কেন্দ্রের মধ্যে প্রায় সব কেন্দ্র থেকেই নৌকার কর্মীরা আমার এজেন্টদের বের করে দিয়েছে। তারা ভোটারদের নৌকায় ভোট দিতে জোর করেছে। এ ছাড়াও তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে নৌকায় ভোট নিয়েছে। এ জন্য আমি ভোট বর্জন করেছি। এ সংক্রান্ত একটি চিঠি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছি।’

গোলাম নওজব চৌধুরী ছাড়াও এ আসনে সংসদ সদস্য পদে লড়ছেন আরও চার জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মো. জহিরুল ইসলাম জহির (লাঙল), বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রী মতি রুপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাপার সাবেক নেতা নুরুল ইসলাম (মোটরযান)।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল হাসান বলেন, ‘ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে।’