আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে আগুন

আশুলিয়ায় একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নবীনগর এলাকা থেকে প্রাইভেটকারটি চন্দ্রার উদ্দেশে রওনা দেয়। পরে চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাইপাইল এলাকায় এসে পৌঁছালে যান্ত্রিক ত্রুটি থেকে গাড়িতে আগুন লেগে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা যাত্রী ও চালক বের হয়ে আগুন নেভানের চেষ্টা করেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে গাড়ির কিছু অংশ পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই গাড়িতে হঠাৎ আগুন লাগে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।