বগুড়ায় করোনা শনাক্তের হার ৫০ শতাংশ ছাড়ালো

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩৯৮টি নমুনা পরীক্ষায় ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ। এই সময়ে করোনায় মারা গেছেন একজন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ করোনা রোগী। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৫, মোহাম্মদ আলী হাসপাতালে ২৯, টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ১৩ জন। এ পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট ৭৯৭ জনের মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার ৩৪৫টি নমুনা পরীক্ষায় ১৬৮ জনের করোনা শনাক্তের খবর পাওয়া যায়। শনাক্তের হার ছিল ৪৮ দশমিক ৬৯ শতাংশ।