মানিকগঞ্জে বাসের চাপায় অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অটোরিকশাচালক জাহিদ (৪০), যাত্রী রহমান (২৫) ও রাজ্জাক (৩০)। তাদের বাড়ি হরিরামপুর উপজেলার হাপানিয়া গ্রামে।
বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, পাটুরিয়া ফেরিঘাটগামী সেলফি পরিবহনের একটি বাস মহাদেবপুর বাস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে থাকা অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীসহ অটোরিকশা চালকের মৃত্যুু হয়। এরপর বাস ফেলে পালিয়ে যায় চালক ও তার সহকারী। পরে বাসচালক ছাত্তার মােল্লাকে (৫৫) আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি মামলা হবে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।