অজানা রোগে বঙ্গবন্ধু সাফারি পার্কে আরেকটি জেব্রার মৃত্যু

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রা মারা গেছে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে কোর সাফারিতে মাদি জেব্রাটির মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসে সাফারি পার্কে ১০ জেব্রার মৃত্যু হলো। 

দুপুরে বিষয়টি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। তিনি বলেন, ‘পার্কের বেষ্টনীতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পরপর পেট ছিদ্র করা অবস্থায় তিনটি এবং মুখে লালা, রক্ত আসা ও শরীরে উচ্চ তাপমাত্রা নিয়ে মারা যায় আরও ছয়টি জেব্রা। শনিবার সকালে আরও একটি জেব্রার মৃত্যু হয়। মারা যাওয়া জেব্রাটির ময়নাতদন্ত চলছে।’

পার্ক কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ দুটি জেব্রার চিকিৎসা চলছিল। ওই দুটি জেব্রার মুখ দিয়ে লালা পড়ছিল, পেট ফুলে যাওয়া এবং হাঁটতে পারছিল না। শনিবার সকালে একটি জেব্রা মারা যায়।

আরও পড়ুন: ৬০ একর জায়গায় ৭০টি প্রাণী, প্রয়োজন ১৮০ একরের

জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা দিতে এবং এই ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা সাফারি পার্কে শনিবার সন্ধ্যায় জরুরি সভায় বসার সম্ভাবনা রয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতো প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বন বিভাগ।

পার্ক সূত্র জানিয়েছে, মেডিক্যাল বোর্ডের সদস্যরা হলেন- জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এ বি এম শহীদুল্লাহ, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকার নাইন।

কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার (স্বপন) এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থকার কথা রয়েছে।

২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রা মারা যায়। ওই ঘটনায় গঠিত বিশেষজ্ঞ বিশেষ মেডিক্যাল বোর্ড জানায়, মারামারি করে চারটি এবং ইনফেকশনাল ডিজিজে পাঁচটি জেব্রা মারা গেছে। সবশেষ শনিবার আরেকটি জেব্রা মারা যায়। জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।