স্কুলছাত্রীর বিয়ের আয়োজন, বর ও মেয়ের বাবাকে জরিমানা

টাঙ্গাইলের সাজ্জাদুর রহমান নামের এক যুবক ঢাকার ধামরাইয়ে বাল্যবিয়ে করতে এসে ১০ হাজার টাকা জরিমানা গুনেছেন। আর মেয়ের বাবার কাছ থেকেও আদায় করা হয়েছে ৫০ হাজার টাকা।

শুক্রবার (৪ মার্চ) বিকালে ধামরাই পৌর এলাকার নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করায় এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, ধামরাই পৌর এলাকার নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে টাঙ্গাইলের নাগরপুর এলাকার শাহ আলমের ছেলে সাজ্জাদুর রহমানের বিয়ের আয়োজন করা হয়। এলাকাবাসীর মাধ্যমে বাল্যবিয়ের কথা জানতে পেরে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ ঘটনাস্থলে পৌঁছে মেয়ের বাবাকে বিয়ে বন্ধ করার জন্য নির্দেশ দেন। তবে উপজেলা প্রশাসনের আদেশ না মেনে শুক্রবার দুপুরে বিয়ের আয়োজন করা হয়। সে উপলক্ষে শতাধিক মানুষের জন্য খাবারের আয়োজনও করা হয়েছে। দুপুরের পর বর মেয়ের বাড়িতে এসে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে পৌঁছান।

পরে সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বন্ধ করে দেওয়া হয় বাল্যবিয়ে।

স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ বলেন, গতকাল বাল্যবিয়ের খবর পেয়ে তিনি উপজেলা প্রশাসনকে জানান। সঙ্গে সঙ্গে বিয়ে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এরপরও সেই নির্দেশ উপেক্ষা করে শুক্রবার বিয়ের আয়োজন করা হয় বলে তিনি জানান।

এই বিষয়ে ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, নির্দেশ উপেক্ষা করে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও মেয়ের বাবাকে জরিমানা করা হয়েছে। মেয়ের ১৮ বছর না হওয়ার আগ পর্যন্ত তাকে যেন বিয়ে না দেওয়া হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা এবং মুচলেকা নেওয়া হয়েছে।