সাভারে শ্রমিক সমাবেশ

‘দ্রব্যমূল্য কমাও, নইলে মজুরি বাড়াও’

লাগামহীন দ্রব্যমূল্য কমানো ও পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে সমাবেশ ও র‌্যালি করেছে গার্মেন্ট শ্রমিক সংহতি। ৮ মার্চ নারী দিবসকে সামনে রেখে নারী-পুরুষের ঐক্য গড়ার আহ্বানে শুক্রবার (৪ মার্চ) বিকালে সাভারে রানা প্লাজার সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, আশুলিয়া শাখার সভাপ্রধান বাবুল হোসেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক প্রবীর সাহা ও মিরপুরের কেন্দ্রীয় সংগঠক আরশাদুল ইসলামসহ অন্যান্য অঞ্চলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এই দিবস এমন সময় পালন করতে যাচ্ছি যখন সারাদেশে বাজারে আগুন। লাগামহীন নিত্যপণ্যের দাম এবং গ্যাস পানির দাম বৃদ্ধির প্রস্তাবে শ্রমজীবী মানুষের জীবন বেসামাল। চালের দাম বৃদ্ধি পেয়েছে ৫ থেকে ১০ টাকা, তেলের দাম এক লাফে ১২৫ থেকে ১৭০-১৮০ টাকা, পেঁয়াজের দাম ৩৫ থেকে ৫০-৬০ টাকা, ডিমের হালি ৪০ টাকা, সবজিও নাগালের বাইরে। মাছ মাংসর কথা বলার অপেক্ষা রাখে না। 

তারা আরও বলেন, শ্রমিক এলাকায় সস্তায় সরকারি পণ্য বিক্রি হতে দেখা যায় না। এলপিজি গ্যাস, ডিজেলের দাম বৃদ্ধি এবং চুলার গ্যাস ও পানির দাম বাড়ানোরও প্রস্তাবে সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় তাই বাধ্য হয়েই নারী দিবসে দ্রব্যমূল্য কমানোর দাবি তুলতে হচ্ছে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একের পর এক করোনার ধাক্কা এবং মাত্র ৮ হাজার টাকায় ন্যূনতম মজুরিতে পোশাক শ্রমিকদের এই বাজারে জীবন চালানো চরম কঠিন। নারী-পুরুষ উভয় শ্রমিকদের জীবন বাঁচাতে হয় বাজারের লাগাম টেনে ধরতে হবে, নয়তো অতি দ্রুত মজুরি বৃদ্ধির জন্য মজুরি বোর্ড গঠন করতে হবে।