সার্বিয়ায় বাংলাদেশি কর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

সার্বিয়া থেকে ইতালি যাওয়ার সময় রাস্তায় লরিতে এক বাংলাদেশি কর্মী বাদলের মৃত্যুর ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। সোমবার গভীর রাতে মামলা দায়েরের পর তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।

গ্রেফতার দুজন হলেন– মিজান ও শাহিন।

পুলিশ জানায়, মানবপাচার আইনে সোমবার রাতে সাভার থানায় শাহনাজ আক্তার সাথী নামে এক নারী মামলা দায়ের করেন। ওই মামলায় দুই জনকে ঢাকা থেকে গ্রেফতারের পর রাতে থানায় হস্তান্তর করা হয়।

বাদলের স্ত্রী ও মামলার বাদী শাহনাজ আক্তার জানান,  প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতনে চাকরির কথা বলে শাহিন নামে এক দালাল তার স্বামীকে সার্বিয়া পাঠায়। সেখানে কোনও কাজ না পাননি বাদল। পরে আরও সাড়ে পাঁচ লাখ টাকার বিনিময়ে ইতালি নিয়ে যাওয়ার পথে রাস্তার মারা যান তার স্বামী। এই ঘটনায় র‌্যাব শাহিন ও মিজানকে গ্রেফতার করেছে। তিনি নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

আরও খবর: লাশ ফেরত চান সার্বিয়ায় মারা যাওয়া বাদলের স্ত্রী