আশুলিয়ার ডিইপিজেডে পোশাক কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় ডিইপিজিডের ভেতরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে পুরাতন ডিইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজিব।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং ছড়িয়ে পড়তে থাকে।

খবর পেয়ে ডিইপিজেডের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে সাভার ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।