চুরি যাওয়া দুই শতাধিক ব্যাটারি পাওয়া গেলো জনপ্রতিনিধির বাড়িতে

একটি বিদেশি কোম্পানির চুরি যাওয়া সাড়ে ১৩ লাখ টাকার অটোরিকশার দুই শতাধিক ব্যাটারি উদ্ধার করা হয়েছে এক ইউপি সদস্যের বাড়ি থেকে। জনসেবার আড়ালে চুরি-ডাকাতি করা ওই ইউপি সদস্যের নাম মন্তাজ উদ্দিন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য। এ ঘটনায় জড়িত ওই ইউপি সদস্যসহ মোট তিন জনকে রবিবার (২০ মার্চ) ভোরে গ্রেফতার করেছে গাজীপুর শ্রীপুর থানা পুলিশ।

গ্রেফতার তিন জন হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুরছাপুর গ্রামের মৃত খয়রত খানের ছেলে মন্তাজ উদ্দিন খান (৪৫), একই গ্রামের মৃত হাবিব উল্লার ছেলে জামাল মিয়া (৩৫) এবং টাঙ্গাইল জেলা সদরের ভল্লুক কান্দি গ্রামের আফসার মোল্লার ছেলে সুরুজ মিয়া (৩৮)।

শ্রীপুর থানার এসআই কামরুল হাসান জানান, শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার চায়না লেক পাওয়ার সাপ্লাই বিডি লিমিটেড কারখানায় ব্যাটারি তৈরি করা হয়। গত ১২ মার্চ ওই কারখানা থেকে বগুড়ার এক ব্যবসায়ীর জন্য সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ২১১ টি ব্যাটারি পাঠানো হয়। ব্যাটারি পাঠানোর জন্য কোম্পানির মনোনীত পদ্মা ট্র্যাভেল এজেন্সির ম্যানেজার ইমরান খান রনি একটি পিকআপ ভাড়া করে দেন। বিকাল ৪টার দিকে ব্যাটারি নিয়ে পিকআপটি রওনা হলে পথে নিখোঁজ হয়। এ সময় পিকআপের চালক, হেলপার ও ট্র্যাভেল এজেন্সির ম্যানেজার তাদের মোবাইল বন্ধ করে দেয়। এ ঘটনায় ওই ব্যাটারি উৎপাদক কোম্পানির কান্ট্রি ম্যানেজার আনিছুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

তিনি আরও জানান, এরপর রবিবার ভোরে মন্তাজের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ২১১টি ব্যাটারির মধ্যে ২০৩টি উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে সুরুজ মিয়াকে চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ, দুই বার ইউপি সদস্য নির্বাচিত হলেও মন্তাজ খানের বিরুদ্ধে চুরি-ডাকাতির বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চুরি-ডাকাতির অর্থ দিয়ে তিনি জমি জমা কিনেছেন। আবার কিছু অর্থ এলাকার গরিবদের মাঝে বিলিয়ে এলাকায় ‘দানবীর মন্তাজ’ হিসেবে পরিচিতি লাভ করেন।