দেশে একটি মানুষও না খেয়ে নেই: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বর্তমান বাজারে পেঁয়াজের যে দাম রয়েছে, সপ্তাহখানেক ধৈর্য ধরলে দাম বাড়বে। দাম বাড়ার পর পেঁয়াজ বিক্রি করলে কৃষকরা লাভবান হবেন। ধানের উৎপাদন কমলেও দেশে খাদ্যের কোন সংকট নেই, একটি মানুষও না খেয়ে নেই। আমি মনে করি, দেশের কৃষকরা সর্বোচ্চ সুখে আছে।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে রাজবাড়ী পৌরসভার হলরুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও বিপণন বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। রাজবাড়ী জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর সভার আয়োজন করেন।

মন্ত্রী বলেন, ‘পেঁয়াজে আমাদের স্বয়ংসম্পন্ন হতে হবে। বিজ্ঞানভিত্তিক কৃষি শুরু করতে হবে। গত বছর পেঁয়াজে ভালো ফলন হয়েছিল, তাই পেঁয়াজের দাম কম ছিল। কিন্তু কৃষকদের অনুরোধে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এ দেশে বিএনপি এবং কিছু বুদ্ধিজীবীরা আমাদের পেছনে আঠার মতো লেগে আছে। তারা শুধু সমালোচনা করে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার গরিবের সরকার। এ সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাছাড়া দেশে দারিদ্র্যতার হার অনেক কমে গেছে।’

সভায় বক্তব্য দেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এস এম সহীদ নূর আকবর।