মাথায় কাফনের কাপড় বেঁধে মহাসড়কে চিনিকল শ্রমিকরা

বকেয়া পাওনার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা। রবিবার (১০ এপ্রিল) ঢাকা-খুলনা সহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় কর্মসূচি পালন করেন তারা।

ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রমিক নেতা জহুরুল হক, আবুল বাশার বাদশা, সিদ্দিকী আলী খান প্রমুখ।

বক্তারা বলেন, ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ’ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটি, সরকারঘোষিত জাতীয় মজুরি কমিশন ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। ৬-৭ বছর অবসর গ্রহণ করলেও বকেয়া পাওনা পাচ্ছি না। এতে ৩শ’ পরিবার মানবেতর জীবনযাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্তদের ৩শ’ পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
 
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে টিঅ্যান্ডটি মোড়ে এসে শেষ হয়।

এ বিষয়ে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবিরউদ্দিন মোল্যা বলেন, চিনিকলের ৩২১ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা অবসরে গেছেন। তাদের মধ্যে ২১ জনকে তাদের পাওনাদি পরিশোধ করা হয়েছে। এছাড়া প্রায়ই দুই-একজন করে অবসরে যাচ্ছেন।

তিনি আরও বলেন, চিনিকলে লোকসানের কারণে তাদের পাওনাদি দিতে সমস্যা হচ্ছে। ইতোমধ্যে সদরদফতর থেকে এক কোটি ২৫ লাখ টাকা এনে অবসরপ্রাপ্তদের দেওয়া হয়েছে। এ বিষয়ে করপোরেশনের চেয়ারম্যান অবগত রয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।