ডিলারের বাড়ি থেকে ১৭৪ বস্তা সরকারি আটা-চাল উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের ডিলার রেজাউল করিমের বাড়ি থেকে ১৭৪ বস্তা আটা ও চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) বিকালে আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান জানান, রবিবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডের কুসুমদী গ্রামের ওএমএসের ডিলার রেজাউল করিমের বাড়ির সামনে ট্রাক থেকে ১০২ বস্তা আটা ও তার বসত ঘর থেকে ৭২ বস্তা চাল উদ্ধার করা হয়।

তিনি জানান, ওএমএসের বরাদ্দ করা ৫০ কেজি ওজনের ১০২ বস্তা আটা একটি ট্রাকে করে রাতের অন্ধকারে বিক্রি জন্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ট্রাকসহ ১০২ বস্তা আটা উদ্ধার করা হয়। এরপর রেজাউল করিমের বসতঘর তল্লাশি করে ৫০ কেজি ওজনের ৭২ বস্তা চাল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে ডিলার রেজাউল করিম ও ট্রাকচালক মো. রিপন পলাতক। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।