টেক্সটাইল মিলের তুলার গোডাউনে ভয়াবহ আগুন

নরসিংদীতে জবা টেক্সটাইল নামে একটি কারখানার তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের ব্রাহ্মন্দি এলাকা ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কারখানার নিজস্ব ফায়ার ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই কারখানার ডিজিএম মাহমুদ হোসেন বলেন, ‘মিলের সবাই নামাজ আদায় করছিলেন। বেলা দেড়টার দিকে হঠাৎ কিছু শ্রমিক আগুন আগুন বলে চিৎকার করতে থাকেন। তখন মসজিদ থেকে গিয়ে দেখি তুলার গোডাউনে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী তুলা মিক্সিংয়ের গোডাউনে ও কালার কটন গোডাওনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’ তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলতে পারেননি তিনি।

নরসিংদী ফায়ার স্টেশন ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘তুলার গোডাউন হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এবং আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছিল। তুলার আগুন নেভানোর পরও জ্বলে ওঠে। তা ছাড়া কারখানার ভেতরে পানির সংকট থাকায় আগুন নেভাতে প্রথমে কিছুটা কষ্ট হয়েছে। পরে অনেক প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।’