ঈদের আগে ও পরে ১০ দিন বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক

দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় নৌপথে ঈদের আগে পাঁচ দিন ও পরের পাঁচ দিন মোট ১০ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ট্রাক পার হতে পারবে। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান এ বিষয়টি নিশ্চিত করেছেন 

সোমবার (২৫ এপ্রিল) সকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, রাজধানীগামী যানবাহনের চাপে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পৌর জামতলা পর্যন্ত ছয় কিলোমিটার এলাকাজুড়ে হাজারেরও বেশি যানবাহনের লম্বা সারি তৈরি হয়। এর মধ্যে তিন কিলোমিটার যাত্রীবাহী বাসের সিরিয়াল রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, এই নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। চলাচলকারী ১৯টি ফেরির মধ্যে তিনটি বিকল হয়েছে। ঈদ উপলক্ষে দুই-একদিনের মধ্যে আরও দুটি ফেরি বহরে যুক্ত হবে। সব মিলিয়ে ২১টি ফেরি চলাচলের কথা রয়েছে। তবে যানবাহনের বাড়তি চাপে ঘাটে কিছুটা জট তৈরি হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে কঠোর নজরদারি করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে বিকল ঘাটগুলো মেরামতের বিষয়ে বিআইডব্লিউটিএকে বলা হয়েছে। বহরে যেন ফেরি বৃদ্ধি পায় সে বিষয়ে আলোচনা চলছে। যাত্রীদের নির্বিঘ্নে পৌঁছাতে ও ভোগান্তি কমাতে প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।