যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ঈদকে কেন্দ্র করে এখনও যানজটের সৃষ্টি হয়নি এ মহাসড়কে। তবে বুধবার দিবাগত রাতে যানবাহনের কিছুটা ধীরগতি লক্ষ করা গেছে। বৃহস্পতিবার সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে কোথাও যানবাহনের জট দেখা যায়নি। ফলে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন।

ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এ কারণে উত্তরের মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বিকাল থেকে গার্মেন্টেসগুলোতে শ্রমিকদের ছুটি হওয়ার কথা রয়েছে। তখন এ মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাবে। তাই ওই সময়ে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘মহাসড়কে এখনও যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। এখনও কোথাও জটের সৃষ্টি হয়নি। তবে রাতে ঢাকামুখী লেনে গাড়ির ধীরগতি ছিল। যানজট নিরসনে পর্যাপ্ত পুলিশ সদস্য মহাসড়কে কাজ করছেন।’