ভাতা তুলতে গিয়ে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় সম্মানী ভাতা আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতবর (৬৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার কাইলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরামপুট্টি গ্রামের মৃত নুরুল হক মাতবরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক জানান, নগরকান্দা উপজেলা সদর শাখা সোনালী ব্যাংক থেকে সম্মানী ভাতা তুলতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে বের হন বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতবর।

তিনি আরও জানান, একটি ভ্যান ভাড়া নিয়ে নগরকান্দা উপজেলা সদরের দিকে আসছিলেন। ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার কাইলার মোড়ে পৌঁছালে ভ্যানটিকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি মাইক্রোবাস। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেন জানান, মাইক্রোবাস চাপায় বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।