স্বাভাবিক অবস্থায় ফিরেছে শিমুলিয়া ঘাট

ঈদে গত কয়েকদিনের ঘরমুখো মানুষের ঢল সামাল দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশের দক্ষিণ অঞ্চলের প্রবেশমুখ হিসেবে খ্যাত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট। রবিবার রাত থেকে সকাল পর্যন্ত যানবাহন ও যাত্রীর কিছুটা চাপ থাকলেও এখন পাল্টে গেছে ঘাটের চিত্র।

ঈদযাত্রার শেষদিনে যাত্রী ও যানবাহনগুলো নির্বিঘ্নে প্রমত্তা পদ্মা পাড়ি দিচ্ছে। এই মুহূর্তে ঘাটে পারাপারের জন্য অপেক্ষমাণ কোনও যানবাহন নেই। ঘাটে দক্ষিণ অঞ্চল মুখী কোনও যানবাহন আসলেই সরাসরি ফেরিতে উঠিয়ে দেওয়া হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে দশটি ফেরি চলছে। যাত্রী সাধারণের সুবিধার্থে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ ১নং ফেরিঘাট দিয়ে শুধু মোটরসাইকেল পারাপার হচ্ছে। ২, ৩ ও ৪নং ঘাট শুধু যাত্রী পারাপারের জন্য নির্ধারিত। তবে ১নং ঘাটে মোটরবাইক যাত্রীদেরও ভিড় নেই আজ।

এদিকে, লঞ্চ ও স্পিডবোট ঘাটে কিছুটা যাত্রীর চাপ রয়েছে। তবে যাত্রা পুরোপুরি নির্বিঘ্ন।

আজও শিমুলিয়া ঘাটে ১০ ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৩টি স্পিডবোট দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।