ক্রেতা সেজে ধরা হলো তেলের তেলেসমাতি, ২৫ হাজার টাকা জরিমানা

 

 

নারায়ণেগঞ্জে ক্রেতা সেজে সয়াবিন তেলের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মীরা। তেলের বোতলের মূল্য তুলে ফেলে বেশি দরে বিক্রির দায়ে মেসার্স নেপাল স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাটন মিট হাউস নামে একটি মাংসের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জের শহরের দিগু বাবুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

ওই কর্মকর্তা বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য উঠিয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে ক্রেতা সেজে সয়াবিন তেল কিনতে গিয়ে অভিযোগের সত্যতা মিলে। তীর সয়াবিন তেলের এক লিটারের বোতলের মূল্য তুলে ২০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল। এ কারণে দিগুবাবুর বাজারের মেসার্স নেপাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, তেলের পাশাপাশি বাজারের মাংসের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। মাংসপট্টিতে ‘মাটন মিট হাউজ’ নামের দোকানে খাসির মাংসের সাইনবোর্ড ঝুলিয়ে বকরির মাংস বিক্রি করে ভোক্তাকে ঠকানো হচ্ছিল। এ অপরাধে দোকানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।