ব্যবসায়ীর বাসায় ২০০০০ লিটার সয়াবিন তেল

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও আরও দুই জন ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১১ মে) বিকালে নাগরপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইলের দায়িত্বে থাকা সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে নাগরপুরের স্বর্ণা এন্টারপ্রাইজের ব্যবসায়ী শংকর সাহার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাসায় ২০ হাজার লিটার অবৈধভাবে মজুত করা সয়াবিন তেল পাওয়া যায়। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও জানান, এ ছাড়াও নাগরপুর সদরের বাজারে সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্যের চেয়ে দাম বেশি রাখায় দুই দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও। বাজারে সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।