চাঁদাবাজির মামলা থেকে নূর হোসেন খালাস

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদপ্রাপ্ত আসামি নূর হোসেনসহ চার জনকে চাঁদাবাজির মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় নূর হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
 
খালাস পাওয়া অন্য তিন আসামি হলেন-তার ছোট ভাই নূর উদ্দিন, ভাতিজা শাহ জালাল বাদল ও লোকমান।

আদলতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমীন আহমেদ জানান, ২০১৪ সালে চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়। মামলায় আসামি করা হয়েছিল নূর হোসেনসহ আট জনকে। পরে চার্জশিট থেকে চার জনের নাম বাদ দিয়ে বাকি চার জনকে আসামি করা হয়। আজকে রায় ঘোষণায় অভিযুক্ত এই চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।

তিনি আরও জানান, নূর হোসেনের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। তার মধ্যে একটি অস্ত্র মামলায় যুক্তিতর্ক হয়েছে এবং বাকি দুটি মাদক মামলার সাক্ষীরা উপস্থিত হয়নি। মামলা তিনটির পরবর্তী তারিখ আগামী ১৪ জুলাই নির্ধারণ করেছে আদালত।