বিটিভির সংবাদকর্মী পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, আটক ২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিটিভির সংবাদকর্মী পরিচয়দানকারী দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিটিভির কর্মী পরিচয়দানকারী আটক দুই জন হলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার আনোয়ার হোসেনের ছেলে শেখ নাদিম হোসেন নিলয় (২৩) ও কুমিল্লার তিতাস এলাকার মো. আলমের ছেলে মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দি দাখিল মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

মাদ্রাসার সুপার আব্দুস সালাম বলেন, গত দুই দিন ধরে মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে বিটিভিতে একটি প্রোগ্রাম করার বিষয়ে আমাকে ও মাদ্রাসার সভাপতিকে ফোন দেওয়া হচ্ছিল। সকালে সাংবাদিক পরিচয়দানকারী দুই জন মাদ্রাসায় আসেন। তাদের আচরণ সন্দেহ হওয়ায় উপজেলা প্রশাসনকে খবর দেই। পরে তাদের মাদ্রাসা থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। জানা যায় তারা গত দু'দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিটিভিতে উন্নয়নমূলক অনুষ্ঠান প্রচারের কথা বলে অর্থ আদায় করেছে।

আটক দুই জন ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন সরকারের কাছ থেকে সাত হাজার টাকা, টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুদ্দিনের থেকে ছয় হাজার, ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন ঢালীর থেকে পাঁচ হাজার, ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেনের থেকে দুই হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ পওায়া গেছে।

এ বিষয়ে বিটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি ফারহানা মির্জা বলেন, আটক দুই জনের আইডি কার্ড দেখার পর তাদের পরিচিত বলে মনে হয়নি। পরে অফিসে যোগাযোগ করা হলে জানানো হয় তারা বিটিভির কর্মী নন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, আটকের পর দুই ব্যক্তির অনৈতিকভাবে অর্থ আদায় ও বিটিভির কর্মী বলে মিথ্যা পরিচয় দানের বিষয়টি স্পষ্ট হওয়া গেছে। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গজারিয়া থানা পুলিশের ওসি মো. রইছ উদ্দীন বলেন, বিটিভির সাংবাদিক পরিচয় দেওয়া দুই ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছ। আটকদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।