বন্দরে দুই দিনে ৯ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের বন্দরে দুই কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে আরও তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ মে) দিনব্যাপী উপজেলার ধামগড় ইউনিয়নের কুঁড়িপাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

এর আগে, বুধবার (১১ মে) দিনব্যাপী বন্দরের দুই এলাকায় অভিযান চালিয়ে ছয় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। 

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, আজ বন্দরের কুঁড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুই কিলোমিটার এলাকাজুড়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আড়াইশ’ ফিট পাইপ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ‘অবৈধ গ্যাস সংযোগের তথ্য পেলেই আমরা অভিযান চালাবো। ইতোমধ্যে আমরা বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি।’