মাদারীপুরে বাসচাপায় প্রাণ গেলো দাদা- নাতনির

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দাদা ও নাতনি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) উপজেলার টেকেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহতরা হলেন মাদারীপুর রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের হাফিজুল ফকিরের মেয়ে হাফসা (৪) ও তার বাবা হালেম ফকির (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৫৮৮) উপজেলার টেকেরহাট এলাকায় ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাফসার মৃত্যু হয়। ভ্যানচালক এসকেন্দার আলী শেখ ও ভ্যানে থাকা হাফসার দাদা হালেম ফকির গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালেম ফকিরের মৃত্যু হয়।

পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ বলেন, দুর্ঘটনার পর আমরা একটি লাশ উদ্ধার করি। পরে জেনেছি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।