‘জসীম পল্লীমেলা ফরিদপুরের মানুষের প্রাণের স্পন্দন’

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেছেন, ‌‘জসীম পল্লীমেলা ফরিদপুর অঞ্চলের মানুষের প্রাণের স্পন্দন। দীর্ঘদিন পর আবার মেলাটি শুরু হওয়ায় ফরিদপুরে প্রাণের উচ্ছ্বাস জেগেছে। মেলাকে ঘিরে জেগে উঠেছে সমাজের নানা শ্রেণি-পেশার হাজারও মানুষ।’

রবিবার (১৫ মে) সন্ধ্যায় ফরিদপুরের অম্বিকাপুরে পল্লীকবি জসীম উদ্‌দীনের বাড়ির আঙিনায় কুমার নদীর তীরে জসীম উদ্যানে মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. তৌফিক-ই-ইলাহী বলেন, ‘সরকার বহু টাকা ব্যয় করে জসীম সংগ্রহশালা নির্মাণ করেছে। সেটাকে আন্তরিকতা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, কার্যকর করে তুলতে হবে। লোকসংস্কৃতি ও সাহিত্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলতে জসীম সংগ্রহশালাকে কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’

ফরিদপুরের জেলা প্রশাসক ও মেলার আয়োজক জসীম ফাউন্ডেশনের সভাপতি অতুল সরকারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন কবিপুত্র খুরশিদ আনোয়ার, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক প্রমূখ।

এর আগে বেলুন উড়িয়ে পক্ষকালব্যাপী মেলার উদ্বোধন ঘোষণা করেন ড তৌফিক-ই-ইলাহী। অনুষ্ঠান শেষে রাতে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা ও জসীম ফাউন্ডেশনের শিল্পীরা গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।