ধামরাইয়ে ৩ জনের মরদেহ উদ্ধার

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ও দুপুরে উপজেলার কুশুরা, সোমবাগ ও আমতা এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় ওমর ফারুক বাবু (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কাইটামারা গ্রামের মৃত বদিরুদ্দিনের ছেলে ও ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর গ্রামে মামার বাড়িতে থাকতেন। 

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরের দিকে হঠাৎ নিখোঁজ হয় ওমর ফারুক। পরে বৃহস্পতিবার দুপুরের নিজ বাড়ির পেছনের একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যার পর লাশ পুকুরে ফেলে রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এছাড়া সকালে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের শৈলান এলাকায় নিজের বাড়ি থেকে জমেলা খাতুন (৯৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তার বাড়ির মূল ফটকের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, রাতের কোনও এক সময় ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে।

অপরদিকে সকালে কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার একটি আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান (৫০) নামে এক যাত্রী নিহত হন। তিনি কুশুরা ইউনিয়নের বকচর এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। এ ঘটনার পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওরার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ঘটনায় ধামরাই থানায় পৃথক মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি ।