রূপগঞ্জে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই দিনে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (১৯ মে) দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ রাখার অপরাধে দুইটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারাবো পৌরসভার বরপা বাস স্ট্যান্ড ও দক্ষিণ মাসাবো এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এর আগে গত বুধবার (১৮ মে) রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। এছাড়াও দুটি খাবার হোটেলকে জরিমানা করা হয়।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, রূপগঞ্জে অভিযান চালিয়ে দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে দুইটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারী কাউকে পাওয়া যায়নি, তারা সবাই পালিয়ে গেছে। অভিযানে প্রায় ২০০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করার পাশাপাশি ধারাবাহিকভাবে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।