গাজীপুরে দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে, ১০ শ্রমিক আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সোমবার (২৩ মে) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কাঁঠালতলা এলাকার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার একটি নতুন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের সাত ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৮টার দিকে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।

পাশাপাশি নূর গ্রুপের রাইয়ান টেক্সটাইল লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে রাইয়ান টেক্সটাইল লিমিটেড কারখানার ১০ শ্রমিক আহত হয়েছেন।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার একটি নতুন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর, কালিয়াকৈর ও মির্জাপুরসহ আশপাশের ১৯টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সাত ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৮টার দিকে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সাত ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৮টার দিকে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে

সোমবার রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম ব্রিফিং করে সাংবাদিকদের বলেন, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কারখানার ওয়েল্ডিংয়ের কাছ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারখানার নিজস্ব ফায়ার ফাইটিং ব্যবস্থা দুর্বল থাকার কারণে আগুন নেভাতে সময় বেশি লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে।

অপরদিকে, একই দিন উপজেলার নূর গ্রুপের রাইয়ান টেক্সটাইল লিমিটেড কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কারখানার ১০ শ্রমিক আহত হয়েছেন।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, উপজেলার চন্দ্রা এলাকার ওই কারখানা ভবনের চারতলায় ফেব্রিক্সের গুদামে দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত ১০ শ্রমিক আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল স্টেশনের পাঁচ ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।