ফ্রান্সে সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় আহত সোহেল রানা (৪৩) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহেল রানা মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের আজিজুল হকের ছেলে। স্ত্রী ও ৩ বছরের সন্তানকে নিয়ে প্যারিসে বসবাস করে আসছিলেন তিনি।

নিহতের বাবা আজিজুল হক বলেন, ‌‘সোহেল প্যারিসের একটি রেস্টুরেন্টে রাতে কাজ করতো। প্রতিদিনের মতো গত শনিবার কাজ শেষে ভোরে রেস্টুরেন্ট থেকে বের হয়। এ সময় কাছের একটি গলিতে কয়েকজন সন্ত্রাসী তাকে মারধর করে। এতে মাথায় আঘাত পায় সোহেল। পরে পুলিশ তাকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করে। চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রেস্টুরেন্ট মালিক বাদী হয়ে সেখানকার থানায় একটি মামলা করেছেন।’

লতব্দী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ ফজলুল হক বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হবে।’