চলে গেলেন সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির পল্লী উন্নয়ন-সমবায়বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। 

মৃত্যুকালে গৌতম চক্রবর্তীর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গৌতম চক্রবর্তী গত বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন। তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ সকালে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান। 

গৌতম চক্রবর্তী টাঙ্গাইলের নাগরপুর সদরের চৌধুরীবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়ে দুই বার আওয়ামী লীগের প্রার্থী খোন্দকার আবদুল বাতেনকে পরাজিত করেন।