নির্বাচনি প্রচারণার সময় মেম্বার প্রার্থীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে নির্বাচনি প্রচারণার সময় মোহাম্মদ আলী নামে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মে) সকালে উপজেলার কামারপাড়া বাজার এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মোহাম্মদ আলী (৬২) উপজেলার ভাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন। একই ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আলী কামারপাড়া গ্রামের বাসিন্দা।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘সকালে মোহাম্মদ আলী নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। কামারপাড়া বাজার এলাকায় নির্বাচনি প্রচারণার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আগামী ১৫ জুন ওয়ার্ড সদস্য নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ছিলেন। একই ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন তিনি।

এদিকে, মোহাম্মদ আলীর মৃত্যুতে কর্মী ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বলেন, ‘বিষয়টি শুনেছি। ওই ওয়ার্ডে নির্বাচন হবে। চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন স্থগিত করা হয়। সদস্য প্রার্থী মারা গেলে নির্বাচন স্থগিত করা হয় না।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‌‘বিষয়টি আমার জানা নেই। কেউ থানায় এ ঘটনা জানায়নি।’