অনুমোদন না থাকায় সাভারের ৪ হাসপাতাল বন্ধ

অনুমোদন না থাকায় সাভারের ধামরাইয়ে দুটি হাসপাতাল ও দুটি ডেন্টাল কেয়ার বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলো হলো- রুমা ডেন্টাল কেয়ার, আবীর ডায়াগনস্টিক সেন্টার, মামুন ডেন্টাল কেয়ার ও সন্ধানী এক্স-রে অ্যান্ড প্যাথলজি ডায়াগনস্টিক সেন্টার।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা বলেন, ‘বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ধামরাই বাজারের রুমা ডেন্টাল কেয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে নিবন্ধন না থাকায় আবীর ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া অনুমোদন না থাকায় মামুন ডেন্টাল ও সন্ধানী এক্স-রে অ্যান্ড প্যাথলজি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’