পদ্মা সেতুতে প্রবাসীদের টাকাও রয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণে প্রবাসী ভাইদের পাঠানো বৈদেশিক মুদ্রাও রয়েছে। প্রবাসীরা আমাদের জন্য যা করছেন তা শুধু আমরা মুখেই বলি। আমরা পদ্মা সেতুর মতো কাজ করে দেখিয়েছি। এই পদ্মা সেতু প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রাতেই হচ্ছে।’

মঙ্গলবার (৩১ মে) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংক শিবচর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইমরান আহমেদ বলেন, ‘পদ্মা সেতুর মতো আরও সেতু আমাদের দরকার। সেই হিসাব করে আমরা যাতে আরও রেমিট্যান্স আনতে পারি, সেই লক্ষ্যে কাজ করতে হবে। সে জন্য আমাদের মন্ত্রণালয়ের কাজ আরও বাড়াতে চাই।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।