অন্যজনকে দিয়ে চাকরির লিখিত পরীক্ষায় পাস, মৌখিক দিতে এসে ধরা

জালিয়াতির মাধ্যমে রাজস্ব ও ভূমি অফিসের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জনকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। এ সময় আটকের ভয়ে পরীক্ষার হল থেকে পালিয়ে গেছেন আরও ২১ পরীক্ষার্থী।

আটক পরীক্ষার্থীরা হলেন- মো. ইব্রাহীম, নাইমুল ইসলাম, মুরশেদুল আলম, মো. জুনায়েদ, বিপ্লব সুশীল, মনি দীপা চৌধুরী, মোজাম্মেল হোসেন, আলী আজগর, তম্ময় দে, নন্দন দাশ, মান্না দাশ, প্রীতম চৌধুরী, শেখর দাশ, রহিম উদ্দিন ও আসাদুজ্জামান।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম জেলার রাজস্ব প্রশাসনের রাজস্ব শাখাসহ ১৫ উপজেলা ভূমি অফিস এবং ছয়টি মহানগর সার্কেল ভূমি অফিসের অফিস সহায়কের শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা গত ১১ মার্চ অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ২৩৭ চাকরিপ্রার্থী বুধবার মৌখিক পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষা প্রক্সির মাধ্যমে পাস করা পরীক্ষার্থীদের ধরতে আমরা নানা কৌশল অবলম্বন করি। বিষয়টি বুঝতে পেরে হল থেকে ২১ জন পালিয়ে যায়। বাকি ১৫ জনকে পালানোর সময় আটক করা হয়।’

তিনি আরও জানান, আটক পরীক্ষার্থীদের খাতা যাচাই করে প্রাপ্ত নম্বরের তারতম্যের পাশাপাশি হাতের লেখায়ও অমিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, লিখিত পরীক্ষার প্রবেশপত্র ফটোশপ করে অন্যজনকে দিয়ে পরীক্ষায় পাস করেন তারা। আটক ১৫ জনের মধ্যে পাঁচ জনকে অর্থদণ্ড ও ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।