মাটি খুঁড়তে বেরিয়ে এলো রৌপ্যমুদ্রা

রূপগঞ্জে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তেই রৌপ্যমুদ্রা বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। পরে পুলিশ খবর পেয়ে মুদ্রাগুলো উদ্ধার করে। সোমবার (৬ জুন) উপজেলার তারাবো পৌরসভা গন্ধর্বপুর এলাকার আজাদ মিয়ার বাড়ির আঙিনা থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আজাদ মিয়া তার উঠানে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য মাটি কাটার শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিলেন। এ সময় মাটি ওঠানোর সময় কোদালের আঘাতে পুরনো একটি মাটির পাত্র ফেটে যায়। পরে শ্রমিকরা মাটি খুঁড়ে পাত্রটি তুলে আনলে অনেকগুলো পুরনো মুদ্রা দেখতে পান। ওই পাত্র থেকে ৯৮টি রৌপ্যমুদ্রা পাওয়া যায়।

পরে বাড়ির মালিক ও এলাকাবাসী রূপগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মুদ্রাগুলো থানায় নিয়ে যায়।

রূপগঞ্জ থানার এএসআই আব্দুল করিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রমিকরা মাটি খোঁড়ার সময়ে ৯৮টি পুরনো মুদ্রা পান। এগুলো ১৯০৬ এবং ১৯১৩ সালের ইন্ডিয়ান রুপি। ধারণা করা হচ্ছে, এগুলো রৌপ্যমুদ্রা। মুদ্রাগুলো থানা হেফাজতে রয়েছে।