অন্তঃসত্ত্বা এনজিওকর্মীর লাশ মিললো পাটক্ষেতে

ফরিদপুরের ভাঙ্গায় নুপুর সাহা (২৫) নামে এক নারী এনজিওকর্মী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুন) বিকালে পৌর সদরের চৌধুরীকান্দা সদরদী গ্রামের একটি পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওই নারী ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের কার্তিক রায়ের স্ত্রী। তিনি আদ-দ্বীন এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। এ ছাড়া তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ভাঙ্গা থানার ওসি মো. সেলিম রেজা জানান, মঙ্গলবার সকালে নুপুর সাহা পৌর সদরের হোগলাডাঙ্গি গ্রামে এনজিওর টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর তার খোঁজ পায়নি পরিবার ও অফিসের লোকজন।

তিনি জানান, বুধবার বিকালে এলাকাবাসী রিকার মুন্সির বাড়ির পাশে মামুন শেখের পাটক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের ও জেলা সদর থেকে সিআইডির একটি দলসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।