হাওরে ট্রলার থেকে পড়ে ছাত্রলীগ নেতা নিখোঁজ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে ট্রলার থেকে পড়ে মো. হাবিবুল্লাহ হাবিব (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

হাবিব জেলার সদর উপজেলা মারিয়া ইউনিয়নের হাজী ইদ্রিস আলীর ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। তিনি ওয়ালী নেওয়াজ খান কলেজের স্নাতক বর্ষের ছাত্র।

হাবিবের বন্ধু ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে হাবিব ও তার কয়েকজন বন্ধু হাওরে ঘুরতে যান। সারাদিন হাওরের বিভিন্ন স্থান ঘোরেন তারা। সন্ধ্যার দিকে ফেরার পথে ট্রলারের পাটাতনে একটি চেয়ারে বসে ছিলেন হাবিব। চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় তিনি ট্রলার থেকে পড়ে যান। পরে স্থানীয় লোকজনসহ বন্ধুরা মিলে চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। খবর পেয়ে করিমগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধারে অংশ নেয়। কিন্তু রাত ১২টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চলছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, নিখোঁজের বিষয়টি জানার পর রাতেই একটি ডুবুরি দল হাওরে যান। কিন্তু তিনি হাওরের কোন অংশে পড়ে নিখোঁজ হয়েছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি।