৮ ঘণ্টা ধরে জ্বলছে আদমজী ইপিজেডের আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে নির্মাণাধীন ভবনে গ্যাসের পাইপ ফেটে লাগা আগুন আট ঘণ্টা পরও নেভানো যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় এই আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি কারখানার পাশে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময়ে তিতাস গ্যাসের পাইপ ফেটে এ ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টার দিকে আগুনের তীব্রতা বেড়ে যায়। আগুনের শিখা কয়েক ফুট ওপরে উঠে যায়।তবে এ ঘটনায় এখনও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন: আদমজী ইপিজেডে আগুন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাড়ে ৭টায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট এসে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে গ্যাস লিকেজ হয়ে আগুন বের হতে থাকে। পরে গ্যাস পাইপ ফেটে যায়। এতে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না। তবে আগুন কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সে ব্যাপারে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করছে। গ্যাসের পাইপ ফেটে গিয়ে আগুন লেগেছে। পরে বিস্তারিত বলা যাবে।