বজ্রাঘাতে প্রাণ গেলো ২ কৃষকের 

গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলায় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) বিকালে পৃথক স্থানে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন—কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া মজিদচালা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সোবাহান (৫৫) এবং কাপাসিয়া উপজেলার বারিষাব এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে কিরণ মিয়া (৪৮)।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, শুক্রবার (১৮ জুন) বেলা সাড়ে ৩টার দিকে মজিদচালা গ্রামের কৃষক আব্দুস সোবহান মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে বজ্রঘাতে মাঠেই তার মৃত্যু হয়। স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। এরটর স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, শুক্রবার দুপুরের পর বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান কিরণ মিয়া। প্রচুর বৃষ্টি হলে হঠাৎ বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।