পদ্মায় ধীরগতিতে চলছে ফেরি

পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের কারণে ধীরগতিতে চলছে ফেরি। পারাপারেও দ্বিগুণ সময় লাগছে। এতে দৌলতদিয়া ঘাট প্রান্তে পাঁচ কিলোমিটার এলাকায় যানবাহনের সারি তৈরি হয়েছে।

গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানান, গত কয়েকদিন ধরে পদ্মার পানি বাড়ছে। আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে।

সোমবার (২০ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত পাঁচ কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সারি। এর মধ্যে দুই কিলোমিটার যাত্রীবাহী বাস। গত চার থেকে পাঁচ দিন ধরে ঘাট এলাকায় যানজটে আটকে দুর্ভোগ পোহাচ্ছে চালক ও যাত্রীরা। তবে যাত্রীবাহী বাস, পণ্যবাহী কাঁচামাল গাড়ি ও ব্যক্তিগত যানবাহনকে অগ্রাধিকারভাবে পার করা হলেও, অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলো ফেরি পারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে।

দৌলতদিয়া ঘাট প্রান্তে পাঁচ কিলোমিটার এলাকায় যানবাহনের সারি

যশোর থেকে কাগজ বোঝাই করে আসা ট্রাকচালক খোকন মিয়া বলেন, ‌‘রাত ১২টায় ঘাটে এসেছি। ১২ ঘণ্টা পার হয়ে গেছে, এখনও ফেরিঘাপে পৌঁছাতে পারিনি। কখন পার হবো নিশ্চিত করে বলতে পারছি না।’

রয়েল পরিবহনের যাত্রী কাউছার হোসেন বলেন, ‌‘ভেপসা গরমে আর ভালো লাগছে না। বাসের মধ্যে সিরিয়ালে প্রায় চার ঘণ্টা বসে আছি। মনে হচ্ছে আরও দুই ঘণ্টা লাগবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘কয়েক দিন ধরে পদ্মার পানি বাড়ছে। তীব্র স্রোতের কারণে ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। এজন্য ঘাটে কয়েকশ’ যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট বড় ১৮টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে। তবে দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। তবে বিকালের মধ্যে চাপ কমে আসবে।’