পদ্মা সেতু উদ্বোধন, আগের রাত থেকে ফেরি চলাচল বন্ধ

আগামীকাল শনিবার (২৫ জুন) উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু। সেতুর উদ্বোধন উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে শুক্রবার (২৪ জুন) রাত থেকে পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সবশেষ ফেরি ‘সুফিয়া কামাল’ শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। এরপর থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

রবিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে শিমুলিয়া ফেরিঘাট থেকে আবারও ফেরি চলাচল শুরু হবে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির ম্যানেজার (মেরিন) মোহাম্মদ আলী জানান, সেতু উদ্বোধনের নিরাপত্তার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সবশেষ ফেরি ‘সুফিয়া কামাল’ শিমুলিয়া ঘাট ছেড়ে যায়।

তিনি আরও জানান, পদ্মা সেতু উদ্বোধন শেষে রবিবার সকাল থেকে জনসাধারণের জন্য যানবাহন চলবে। সঙ্গে সঙ্গে শিমুলিয়া ফেরিঘাটেও ফেরি চলাচল শুরু হবে।