পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

প্রতিযোগিতা করে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুই আরোহী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

রবিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে সেতুর ২৭ ও ২৮ নম্বরে পিলারের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালাচ্ছিলেন দুই আরোহী। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এতে পড়ে গিয়ে দুই জন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, আমরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। এ সময় সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে ঢাকামুখী লেনে দুই মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি পদ্মা সেতু দক্ষিণ থানার অধীন। দুর্ঘটনায় দুই জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমানকে একাধিকবার ফোন দিলেও রিসিভি করেননি। 

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে এটি আমাদের পদ্মা সেতু উত্তর থানার অধীনে নয়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দুর্ঘটনা ঘটেছে। এতে দুই জন আহত হয়েছেন। 

এদিকে, দুর্ঘটনার পর পদ্মা সেতুতে সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ। রবিবার রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।