পদ্মা সেতু পার হতে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

পদ্মা সেতু দিয়ে পার হতে না দেওয়ায় শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজায় বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা।

সোমবার (২৭ জুন) দুপুর আড়াইটায় টোল প্লাজার কাছে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন তারা। এ সময় তারা যাত্রীবাহী যানবাহন চলাচলে বাধা দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ রহমান জানান, দুপুর আড়াইটার দিকে কয়েকজন মোটরসাইকেলচালক সেতু পারাপারের চেষ্টা করেন। এ সময় কয়েকটি যাত্রীবাহী গাড়ি থামানোর চেষ্টা করেন তারা। পরে পুলিশ থানা থেকে বের হতেই তারা পালিয়ে যান। ১০ মিনিটের মতো অবরোধ করেন তারা। এখন পরিস্থিত স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি টোল দিয়ে সেতু পার হন। রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়। পরে সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সরকার। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।