আখ মাড়াইয়ের যন্ত্রে আটকে গেলো রস বিক্রেতার হাত

বরিশাল নগরীর সদর রোডে আখ মাড়াইয়ের যন্ত্রে আটকে যাওয়া রস বিক্রেতার হাত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৭ জুন) দুপুরে আহত অবস্থায় রস বিক্রেতা স্বপনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেশিনে আখ দিয়ে রস বের করার সময় স্বপনের হাত ঢুকে আটকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করে।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা সহকারী পরিচালক বেলাল আহমেদ জানান, রস বিক্রেতার ডান হাতের বাহু পর্যন্ত মেশিনের মধ্যে ঢুকে ক্ষত-বিক্ষত হয়। যন্ত্রাংশ দিয়ে যন্ত্র খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতের ওপরের দিকের চামড়া ও মাংস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাড়ের কোনও ক্ষতি হয়নি।