পদ্মা সেতু এলাকায় বনভোজন করলেন তারা

টাঙ্গাইলের এলেঙ্গা এলাকার ‘সনাতন সেবা সংঘ’ থেকে পদ্মা সেতু এলাকায় বনভোজনে এসেছেন ১০০ জন। সোমবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টায় তারা পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান। 

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সনাতন সেবা সংঘ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় আশ্রমে যান। পদ্মা সেতু উদ্বোধনের পর সংগঠন থেকে প্রথমবারের মতো বনভোজনে আসেন। ইতিহাসের সাক্ষী হতে তারা এই ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন। রবিবার রাত ২টার দিকে পদ্মা সেতুর উদ্দেশে রওনা দেন। ভোর সাড়ে ৫টায় এসে পৌঁছান। তারা সারা দিন পদ্মা সেতুর আশপাশ ঘোরাফেরা করেন। এখানেই রান্নার আয়োজন করেন। পরেই এখানে বসেই খাওয়া দাওয়া করেন। 

সংগঠনের সভাপতি প্রণব কমল ভট্টাচার্য বলেন, ‘বিভিন্ন ধর্মীয় জায়গায় এই ধরনের সফর করে থাকি। তবে এই প্রথম ইতিহাসের সাক্ষী হতে স্বপ্নের পদ্মা সেতু এলাকায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন করি। এখানে এসে খুবই ভালো লেগেছে।’

মিনা কর্মকার বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছি। খুব ভালো লেগেছে। এই দিনটি হৃদয়ে দাগ কেটে থাকবে। খুব রাতে গাড়িতে উঠেছি, কষ্ট হয়েছে, এখানে এসে সব কষ্ট ভুলে গেছি।’

পশু চিকিৎসক রণজিৎ সরকার বলেন, ‘সত্যিই দৃষ্টিনন্দন একটি সেতু। সেতুটি উঠতে পেরে খুবই ভালো লেগেছে।’