পদ্মা সেতুর নাট-বল্টু খোলা মাহাদি আদালতে

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ভিডিও করে ফেসবুকে পোস্ট দেওয়ায় মাহাদি হাসানকে (২৫) গ্রেফতারের পর পদ্মা সেতু (উত্তর) থানায় হস্তান্তর করছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বুধবার (২৯ জুন) রাতে তাকে লক্ষ্মীপুর জেলা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকালে তাকে থানায় হস্তান্তরের পর মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে মাহাদিকে আদালতে পাঠানো হয়েছে। পদ্মা সেতু (উত্তর) থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘এখন আমার এখানে আছে, দেখি কী করা যায়।’

মাহাদির বাবা মো. মনির হোসেন দাবি করেন, ‘কেউ কি জেনে শুনে এই কাজ করে? যদি আমার ছেলে জানতো তাহলে তো সে ভিডিও করতো না। কেউ কি অন্যায় করার সময় ভিডিও করে? তবে সে যেটা করেছে সেটা ভুল করেছে। এখন আমি ও আমার পরিবারের সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাই। আমার ছেলে ঢাকায় কাজী নজরুল কলেজে তৃতীয় বর্ষের ছাত্র।’