বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বাসে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রবিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাস স্ট্যান্ডে বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণে ‘কালকিনি-ডাসার সচেতন মহলের’ ব্যানারে এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে তারা দাবি করেন, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে কালকিনির ভুরঘাটা হয়ে চলাচল করে বিভিন্ন পরিবহনের বাস। আবার বরিশালের উদ্দেশে একই রুটে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে। ওই বাসগুলো কালকিনি-ডাসারের ঢাকাগামী যাত্রীদের কাছ থেকেও বরিশালের সমপরিমাণ ভাড়া আদায় করে। এ ছাড়া পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর বিভিন্ন লোকাল বাস অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে। এ অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে মানুষের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।

মানববন্ধনকারী কালকিনির ব্যবসায়ী মহিউদ্দিন বাবু বলেন, ‘সরকার প্রতি কিলোমিটার ১.৮০ টাকা ভাড়া নির্ধারণ করলেও অনেক বাস দ্বিগুণ ভাড়া আদায় করছে। কালকিনির ভুরঘাটা থেকে ঢাকা গেলে বাসগুলো আমাদের কাছ থেকে বরিশালের সমপরিমাণ ভাড়া আদায় করছে। এতে করে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছি।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহাজালাল হাওলাদার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, ভুরঘাটা প্রেস ক্লাবের সভাপতি জাফরুল হাসান, সম্পাদক নাসির উদ্দিন লিটন ফকির, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক বি এম হানিফ, ভুরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ডাসার উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক আজাদ, সাংবাদিক শামীম হোসাইন, লিয়াকত হোসেন, রাজু আহমেদ, লিপু ফকির, সৈয়দ শামীম, কাজী রায়হানসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ।